অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: মরুর বুকে ওমানে পটিয়া সমিতি ওমান একটি অরাজনৈতিক সংগঠন। মানবতার কল্যাণের পটিয়া প্রবাসী ও পটিয়ার অসহায় মানুষের জন্য কিছু করা এটাই আমাদের স্বপ্ন। প্রবাসের মাটিতে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠন আছে, পটিয়া প্রবাসী কে এক করার, মানবতার কল্যাণে কাজ করার কাঁধে কাঁধ মিলিয়ে বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম পটিয়া কে পরিচিত করে তুলার সবার কাছে, এটাই আমাদের স্বপ্ন। পটিয়া সমিতির মাধ্যমে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে পটিয়া তথাকথিত চট্টগ্রামের সবাই মানবতার জন্য কাজ কেরবে। মানব সেবাই বড় ধর্ম, তাই মানবের কল্যানে, অসহায় মানুষের পাশে দাঁড়ান, সকলের পদযাত্রা হোক মানবতার কল্যাণে, সত্য সুন্দর ও মানবতার। ২৮ জুন ২০১৯ পটিয়া সমিতি ওমান এর পরিচিতি সভা হোটেল আলেকজেন্ড্রিয়াতে বক্তারা এসব কথা বলেন।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন পটিয়ার কৃতী সন্তান, সমাজ সেবক, জনাব ডাঃ মুমিন সাবেক, বাংলাদেশ দূতাবাস ওমান এর সিনিয়র অফিসার, পটিয়ার কৃতী সন্তান, জনাব টিটু দাশ, ওমানের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ সেলিম হায়দার , পটিয়া সমিতির সংগঠক মোহাম্মদ আলম, মাননীয় হুইপ জনাব সামসুল হক চৌধুরীর এর শ্রদ্ধাবাজন ব্যক্তি, ওমান সালালাহ এর বিশিষ্ট ব্যবসায়ী জনাব নুরুল হক, ওমান রুসতাক শহরের বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদ ও রিপাত, পটিয়া গাজী টাওয়ারের মালিক, ওমানের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আকরাম, ওমান মোভেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব নাজিম উদ্দীন, পটিয়া, তরুন সমাজসেবক, মাথারা এর বিশিষ্ট ব্যবসায়ী জনাব সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব নূরউদ্দিন।
এছাড়াও ওয়াদী কবির এর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ, রফিকুল আলম, চট্টগ্রাম সাতকানিয়া এর কৃতী সন্তান জনাব জাহাঙ্গীর আলম, জনাব আজাদ ইমরান, আইয়ুব, আলমগীর, আরাফাত, আজমির, জাবেদ, রুবেল, ইসলাম, এরশাদ, মনির, মোহাম্মদ, মনজুর চৌধুরী, পিন্টু দাশ, হেলাল, মহিউদ্দিন, আনোয়ার, মোহাম্মদ, জসিম উদ্দীন, এ কে বাদশা, মোহাম্মদ, আবদুল রহিম, মলিকুল হাসান, মহিউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে পটিয়া সমিতি পরিবারের পক্ষ থেকে একে অপরের মাঝে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, পটিয়া সমিতি একটি অরাজনৈতিক সংগঠন, আমরা একতাবদ্ধ্য হয়ে দেশ ও প্রবাসে মাটিতে অবহেলিত মানুষের কল্যাণের কাজ করা লক্ষেই এই মানবতার সংগঠন গঠন করেছি।