জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: উত্তর-পশ্চিম ইউরোপের নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব শেখ মোহাম্মদ বেলাল এর হাতে প্রবাস মেলা’র প্রিন্ট কপি। প্রবাস মেলা’র যুক্তরাজ্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম সিকদার সম্প্রতি নেদারল্যান্ডস সফরে গেলে মান্যবর হাইকমিশনের হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।

মান্যবর হাইকমিশনার পত্রিকার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, প্রবাসী বাংলাদেশিদেরকে উপজীব্য করে ঢাকা থেকে প্রকাশিত পাক্ষিক প্রবাস মেলা এর সাফল্য কামনা করছি। বিশ্বের নানা প্রান্তের প্রবাসী বাংলাদেশিদের কাছে পত্রিকা পৌছে দেওয়ায় এর কলাকুশীলদের তিনি ধন্যবাদ জানান।

এছাড়াও ডক্টর দিলরুবা নাসরিন, বাংলাদেশ সমিতি নেদারল্যান্ডস এর সাবেক সভাপতি মনোয়ার মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা শাহ আলম এর হাতেও পত্রিকার সৌজন্য কপি তুলে দেন সাংবাদিক জাহাঙ্গীর আলম সিকদার।