হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্র সফররত প্রবাস মেলা’র সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় করেন। তারই অংশ হিসেবে ৩ মার্চ ২০২০, মঙ্গলবার নিউইয়র্কের ১৬০-০১,পারসন বুলুভাড জ্যামাইকায় তাদের রিয়েল এস্টেট কার্যালয়ে বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী গিয়াস উদ্দিন ভূঁইয়া এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন প্রবাস মেলা’র সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ও প্রবাস মেলা’র নিউইয়র্ক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। প্রবাস মেলা হাতে পেয়ে গিয়াস উদ্দিন ভুইয়া বলেন, ‘বাংলাদেশ থেকে সংবাদ প্রচারের মাধ্যমে প্রবাস মেলা প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে। আমি এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’