হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৭ অক্টোবর রোববার উত্তর আমেরিকার রাজনাধীখ্যাত জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা যারা তাদের কর্ষ্টাজিত অর্থে বসুন্ধরা বারিধারা এবং বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের সম্পূর্ণ টাকা পরিশোধ করার পরও প্লট বুঝে পাননি তারা এক প্রতিবাদ সভার আয়োজন করেন।
সভায় বক্তারা বলেন, বিভিন্ন জায়গায় ধরণা দিয়েও কোন লাভ হয়নি, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ ছাড়া কোন কাজ হবে না। সভায় সবাই মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করেন। যদি এভাবে প্রবাসীরা স্বদেশী বাংলাদেশী দ্বারা বারবার প্রতারিত হয় তাহলে আর ভবিষ্যতে আর তারা বাংলাদেশে বিনিয়োগ করবে না একথাটা বাংলাদেশের সরকারসহ সবার অনুধাবন করা দরকার।
সভার অন্যতম আয়োজক কামরুজ্জামান বাচ্চু বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত একটি স্বাধীন দেশে কিভাবে গুটিকয়েক লোকের হাতে একটি দেশ জিম্মি হয়ে গেছে তা ভাবার বিষয়। এদের বিরুদ্ধে কেউ কোন ব্যবস্থা নিতে ভয় পায় কেন? রাষ্ট্রের চেয়েও যদি এরা শক্তিশালী হয় তাহলে কি বাংলাদেশ কোন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র?
সবাই সম্মতিক্রমে প্লট বুঝে পাবার জন্য ভবিষ্যতে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় প্রতিবাদ সমাবেশ, বাংলাদেশ কনসুল্যাট ঘেরাও ও স্মারকলিপি প্রদানসহ আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বসুন্ধরা কোম্পানী চুক্তি অনুযায়ী প্লট বুঝিয়ে না দেয়ায় তারা ইতিমধ্যে চুক্তি ভঙ্গ করেছে। যদি তাদের জমি না থাকে তারপর বিক্রি করে তাহলে সেটা বসুন্ধারা কোম্পানীর জমি নিয়ে প্রতারণা ও ধাপ্পাবাজি। ক্রেতাদের সমস্যা নয়। দশ পনের বছর আগের জমির দাম ৫০০/১০০০ গুন বেড়েছে কিন্তু অনেক ক্ষেত্রে বসুন্ধরা শুধু ১০-১৫ বছরের পরিশোধিত অর্থ ফেরত দিতে চায়। ফেরত দিতে চাইলে বাজারমূল্য যাচাই করে বর্তমান জমির মূল্যের ক্ষতিপূরণসহ ফেরত দিতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন মোহাম্মদ সোলায়মান ভূইয়া, মোঃ শহিদুল ইসলাম জুয়েল, মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ বি. রহমান, মোঃ আবুল খায়ের, শাখাওয়াত হোসেন, খোরশেদ আলম, শিরীন আকতার, মোঃ আবদুল করিম, ফেরদৌসি বেগম, নিলুফার ইয়াসমিন, জেসমিন রহমান, মোঃ শরীফ উদ্দিন খান, কানিজ ফাতেমা, গোলাম মোয়াজ্জেম, মোঃ এস জাহান, মোহাম্মদ হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মাঈন উদ্দিন, মোহাম্মদ সিকদার, জামাল ইউ. আহমেদ, নাজমা আকতার জাকারিয়া প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম।