হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সম্প্রতি কুইন্স প্যালেসে নরসিংদী জেলা সমিতি ইউএসএ-র নব নির্বাচিত কার্যকরী কমিটি ২০১৯-২০ এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেলো। সাবেক সভাপতি জাহিদুল হক খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান ডিস্ট্রিক্ট ২২ কোস্তা কনস্টানটিনিদেস, মূলধারার রাজনীতিবিদ ও ডেমোক্র্যাটিক লিডার মোর্শেদ আলম, বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্কের ফার্স্ট সেক্রেটারি শামীম হোসেন, জাতিসংঘে কারেন্ট মিলিটারি অপারেশন এর ডেপুটি চিফ লেঃ কর্নেল (অবঃ ) আরিফুর রেজা , কমিউনিটি বোর্ড মেম্বার মুহাম্মদ এন মুজুমদার, এটর্নী পেরি ডি সিলভার, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা: নাজমুল এইচ খান, ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, জে বি বি এ এর প্রেসিডেন্ট শাহ নাওয়াজ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত নরসিংদী (রায়পুরা) এর সাবেক সংসদ সদস্য আব্দুল আলী মৃধার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
কাউন্সিলম্যান ডিস্ট্রিক্ট ২২ কোস্তা কনস্টানটিনিদেস ও সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সমাজকল্যানে এবং মূলধারার রাজনীতিতে নরসিংদী জেলা সমিতির সম্পৃক্ততার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট টিভি ব্যাক্তিত্ব ও জনপ্রিয় উপস্থাপক আশরাফ হাসান বুলবুল। অনুষ্ঠানমালায় ছিল অভিষিক্ত নতুন কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে সনদ পত্র বিতরণ ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজ। অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট সিনেটর জন লূ কর্তৃক ১০ জন কর্মকর্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সংগীত পরিবেশনায় ছিলেন বাংলাদেশ ও প্রবাসের খ্যাতনামা ফোক ও সুফী গানের সম্রাজ্ঞী সায়েরা রেজা, প্রবাসের জনপ্রিয় শিল্পী রোকশানা মির্জা, কামরুজ্জামান বকুল, রোজি কবির, আরজুমানারা পলাশী ও নৃত্যে ছিলেন তাসনিম রাশিদ স্নেহা। মিউজিক ব্যান্ডে ছিলেন মাটি ব্যান্ড। কানায় কানায় পূর্ন নরসিংদী বাসীর এই মিলনমেলায় তিন শতাধিক অতিথির সমাগম হয়।