মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: দুবাইয়ের স্বপ্নময় শাসক ইউএই এর উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মান্যবর শেখ মোহাম্মাদ বিন রাশিদ আল মাকতুম এর অনুপ্রেরণায় দুবাই আজ পৃথিবীর সুস্থ ও সুখী শহরগুলোর মধ্যে অন্যতম। এরই ধারাবাহিকতা বজায় রাখতে বেনেশ্রী প্রকল্প হাতে নিয়েছে ভিনসিটোর।
সুস্থ্যতা ও সুখকে কেন্দ্র করে উচ্চতর বিলাসবহুল জীবনযাত্রা ও গুণগতমান বজায় রেখেই ব্যয়বহুল ৩৮০ টি ব্যান্ডেড রিয়েলটি হোম তৈরি করে বিভিন্ন দেশের মানুষের চাহিদা অনুযায়ী সরবরাহ করবে ভিনসিটোর। বেনেশ্রী ভিনসিটোরের তৃতীয় প্রকল্প।
সংযুক্ত আরব আমিরাতে ভিনসিটোর রিয়েলটি আভিজাত্যের প্রত্যয় নিয়ে ৩৭৫ মিলিয়ন দিরহাম এর বেনেশ্রীয়ার প্রকল্প হাতে নিয়েছে। আমিরাতের দর্শনীয় স্থান মিরাকেল গার্ডেনের পাশে আরজানে বেনেশ্রী প্রকল্পটি অবস্থিত। এই প্রকল্পটি দুবাইয়ের পরবর্তী আইকনমিক ল্যান্ডমার্ক হতে যাচ্ছে যা রিয়েল এস্টেট সেক্টরে সুস্থতা, সুখ ও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত করবে।
ভিনসিটোর রিয়েলিটি’র চেয়ারম্যান বিজয় দোশি বলেন ” রিয়েল এস্টেট মানে চার দেয়াল ও একটি ছাদ পর্যন্ত সীমাবদ্ধ নয়। মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সম্পদ হল বাড়ি যা স্বস্তির জায়গা হওয়া চাই। ঘর এমন একস্থান যেখানে মানুষ তার জীবন উপভোগ ও সুখী থাকার চেষ্টা করে। তাই ভিনসিটোর রিয়েলিটি এই ধারণাগুলো কে পোষণ করে বেনেশ্রী প্রকল্প বাস্তবায়ন করছে।”
সকল দেশের নাগরিকদের কথা চিন্তা করেই মনোমুগ্ধকর ও পরিবেশবান্ধব ডিজাইন এবং আকর্ষণীয় ৩ টি স্তরে মূল্যমান নির্ধারন করেছে ভিনসিটোর।
সম্ভাব্য ২০২১ সালের শেষদিকে প্রকল্পটি হস্তান্তর করা হবে বলে জানান ভিনসিটোর এর নির্বাহী পরিচালক ভীর দোশি। তিনি আরও বলেন, “চলতি সপ্তাহে বেনেশ্রী প্রকল্পের প্রায় ৩৫ শতাংশ প্রথিতযশা কোম্পানি সাদরে গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ভিনসিটোর রিয়েলটি বিলিয়ন ডলার ব্যয়ে দুবাইয়ে সহজলভ্যে রাজকীয়তা নিয়ে যাত্রা শুরু করেছে বেনেশ্রী প্রকল্প। উপস্থিত অতিথি ও গণমাধ্যম কর্মীরা প্রকল্পটি বাস্তবায়নে ভিনসিটোর রিয়েলিটি বেনেশ্রীয়ের জন্য শুভ কামনা জানিয়েছেন।