আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: আবারও অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে ৬৪ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী আটকা পড়েছেন। তিউনিসিয়ার সমুদ্রসীমা থেকে মিসরের একটি নৌকা এসব অভিবাসীকে উদ্ধার করলেও তাদের গ্রহণ করতে ইউরোপের কোন দেশেই রাজি হচ্ছে না বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে ।
সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, গত ১২ দিন তিউনিসিয়ার উপকূলীয় এলাকা জার্জিস থেকে ২৫ কিলোমিটার দূরে এই ৭৫ অভিবাসী সমুদ্রে আটকা পড়ে আছেন। বাংলাদেশি ছাড়াও আটকা পড়া অন্যান্য দেশের মধ্যে মরক্কো, সুদান ও মিসরের নাগরিক রয়েছেন।
গভীর সমুদ্রেরবুকে এতদিন থাকার ফলে অভিবাসীদের অবস্থা খুবই শোচনীয় বলে জানিয়েছেন রেড ক্রিসেন্ট কর্মকর্তা মংগি স্লিম। তাদের চিকিৎসাসেবা দিতে ইতিমধ্যে রেড ক্রিসেন্টের চিকিৎসকরা সেখানে পৌঁছেছেন। তবে খাদ্য, চিকিৎসাসহ সব ধরনের সাহায্য নিতে কয়েকজন অভিবাসী অস্বীকৃতি জানায় বলে রেড ক্রিসেন্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সংবাদ মাধ্যমগুলোকে রেডক্রিসেন্টের ওই কর্মকর্তা জানান, আমি অবাক হয়ে গেলাম তারা চরমভাবে ক্ষুধার্ত এবং অনেক অসুস্থ ,তার পরেও বলছে আমাদেরক ইউরোপের যে কোন দেশ থাকার জায়গা দিতে হবে, না হয় আমরা এখানেই মরে যাবো, কিন্তু নিজের দেশে ফিরে যাব না ।
গত মাসেও লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে ৭০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৭ বাংলাদেশি নাগরিক ছিল। জীবন-জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই জাহাজ বা প্লাস্টিকের নৌকায় চড়ে বসছেন অসংখ্য শরণার্থী। আর উত্তাল সাগরের বুকে একের পর নৌকা ডুবিতে প্রাণ হারালেও কোনভাবেই আগ্রহ কমছে না ইউরোপ পাড়ি দেবার।
স্বপ্নকে বাস্তবে সুন্দর করতে, পরিবারের মুখের হাসি ফোটাতে জীবন চলে গেলেও তাতে কিছু যায় আসে না বিভিন্ন দেশ থেকে ইউরোপ পাড়ি দেয়া অভিবাসীদের। তাদের একটি কথা যেভাবে হোক যেতে হবে ইউরোপ ।