প্রবাস মেলা ডেস্ক: ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (লেকচার থিয়েটার ভবন) সিরাজুল ইসলাম লেকচার হলে ঢাকাস্থ খোকসা স্টুডেন্টস এসোসিয়েশন এর নবীন বরণ ও আলোচনা সভা ২০১৯ অনুষ্ঠিত হয়।

নবীন বরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লি: এর স্বতন্ত্র পরিচালক ও ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির সহ-সভাপতি নাজমুস সালেহীন। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্বদ্যিালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক গোবিন্দ চন্দ্র মন্ডল।

ঢাকাস্থ খোকসা স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি রুনা আক্তার মৌ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইফতেখার মাশরুর গালিব, কিরন আধিকারী ও সাওনী ভৌমিক পূজা। শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি নাজমুস সালেহীন বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির সাথে তালমিলিয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করতে হবে। তিনি খোকসা স্টুডেন্টস এসোসিয়েশন এর সকল কাজে অতীতের ন্যায় ভবিষ্যতেও শিক্ষার্থীদের সাথে থাকার আশ্বাস দেন।

প্রধান আলোচক গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় আগে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। নিজেরা তৈরি হতে পারলে সফলতা এমনিতে তাদের কাছে ধরা দিবে বলে তিনি জানান। তিনি নবীন শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান।

নবীন বরণ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্বদ্যিালয়ের আই.ই আর বিভাগের সহযোগী অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ও ঢাকাস্থ খোকসা উপজেলা কল্যান সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম,

সহ-সভাপতি আহসানুল হক নবাব, টিভি উপস্থাপক, আবৃত্তিকার ও সংগঠনের উপদেষ্টা মামুন ইমতিয়াজ, মহাসচিব রবিউল আলম বাবুল, এ্যাডভোকেট রেজাউল করীম রেজা, অর্থ সচিব আনোয়ার হোসেন, ঢাকা আইডিয়াল কলেজ এর ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক ও বাংলা ৫২ নিউজের সম্পাদক কাজী আওলাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শেষের দিকে খোকসা’র বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা বেলায়েত হোসেন এর মৃত্যুতে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। আপ্যায়ণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।