শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: ভারতীয় ক্রিকেট দলের দুই ভাই হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়ার বাবা মারা গেছেন।
১৬ জানুয়ারি ২০২১, শনিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পান্ডিয়া ভাতৃদ্বয়ের বাবা হিমাংশু পান্ডিয়া মারা যান বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
ক্রিকেট পাগল ছিলেন হার্দিক-ক্রুনালের বাবা হিমাংশু পান্ডিয়া। দুই ছেলেকে ক্রিকেটার হিসেবে তৈরির পেছনে তার অবদান অনেক। বেশ কয়েকবার সাক্ষাতকারে হার্দিক জানিয়েছিলেন, দুই ছেলেকে ভালো ক্রিকেট অনুশীলন সুবিধা দেয়ার জন্য নিজের ব্যবসা বন্ধ করে অন্যত্র বসবাস করেছেন তাদের বাবা। সুরাতে গাড়ির ব্যবসা করতেন হিমাংশু। ব্যবসা বেশ ভালোই চলছিল। কিন্তু ছেলেদের ক্রিকেট শেখাতে সেই জমজমাট ব্যবসা বন্ধ করে ভারোদারায় চলে যান। সেখানে ভারতের সাবেক উইকেটরক্ষক কিরন মোরের ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেন দুই ছেলেকে।
হার্দিক-ক্রুনালের পিতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন ভারতের বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটাররা।