কোলকাতা, ভারত প্রতিনিধি: প্রবাস মেলার সম্মানিত উপদেষ্টা মামুন ইমতিয়াজ এবার কোলকাতা সফরে গিয়ে সেখানকার শিল্প-সাহিত্য, চলচ্চিত্র অঙ্গণের অনেক গুণী ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। অনেকের সাথে আড্ডায় আলোচনায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন বিশিষ্ট সিনেমা পরিচালক সুজিত চক্রবর্তী। আলোচনার এক ফাঁকে তিনি সুজিত চক্রবর্তীর হাতে প্রবাস মেলা পত্রিকার সৌজন্য কপি তুলে দেন। সুজিত চক্রবর্তী প্রবাস মেলা পত্রিকার কলাকুশলীদের ধন্যবাদ জানান এবং এর সাফল্য কামনা করেন।
২০১৯ সালে বিশ্ব বাংলা চলচ্চিত্র অঙ্গণে অগণিত দর্শক শ্রোতার মনে অনুরণন তোলা সিনেমার নাম হুলুস্থুল। আর এই ছবিটি যার হাত ধরে এপার বাংলা ওপার বাংলাসহ বিশ্ব বাঙ্গালীদের হৃদয়ে আলোড়ণ তুলেছে তিনি হলেন কোলকাতার প্রখ্যাত সিনেমা পরিচালক সুজিত চক্রবর্তী। কালজয়ী বাংলা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বামুনের মেয়ে’ গল্প অবলম্বনে নির্মিত সুপ্রিয়া দেবী অভিনিত চলচ্চিত্রটিরও পরিচালক তিনি। উল্লেখ্য সিনেমা পরিচালনার পাশাপাশি সুজিত চক্রবর্তী বাংলা চলচ্চিত্রের বিশ্বখ্যাত অনেক গুণী অভিনেতা-অভিনেত্রীর জীবন নিয়ে বহু প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন এবং এখনো করছেন। এসব তার ইউটিউব চ্যানেলে ব্যাপক সাড়া ফেলেছে। গুণী এ সিনেমা পরিচালক দুই বাংলার যৌথ প্রযোজনায় সিনেমা নাটক নির্মাণের উদ্দেশ্যে চিত্রনাট্য রচনার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।