জয়দীপ চট্টোপাধ্যায়, কোলকাতা, ভারত প্রতিনিধি: চারিদিকে ঈর্ষা-বিদ্বেষ-হানাহানি রক্তারক্তির পরিবেশে এক ব্যতিক্রমী আবহাওয়ার সৃষ্টি করলো সম্প্রতি শিল্পী নিরুপম রায় ও কবি দীপক বসুর ‘বন্ধুত্ব উৎসব’ প্রণব নগর, গড়িয়া, কলকাতায়। এই উৎসব সুপরিকল্পিতভাবে সাফল্যমন্ডিত হয়েছে। বর্তমানে এই ধরনের উৎসব অত্যন্ত প্রয়োজনীয়তার দাবী রাখে। চিত্রশিল্পী, সঙ্গীতশিল্পী, আবৃত্তিকার এমন এক পরিবেশ প্রস্তুত করেছেন যা সকলের প্রচুর প্রশংসা লাভ করেছে। বিশেষ উল্লেখযোগ্য আবৃত্তিশিল্পীদের মধ্যে নিবেদিতা নাগ তহবিলদার, নন্দিনী লাহা সোম, মহুয়া বসু সেন, সবিতা বর্মণ, প্রণমী ব্যানার্জী, মৌসুমি মুখার্জী পাল, মিতা বিশ্বাস, সোনালী দাস, প্রদীপ কুমার বড়াল, চক্রবর্তী শুভদীপ, দোয়েল সাহা ও স্বর্ণাভ রায়। একক সঙ্গীতে সুতপা ভট্টাচার্য,
শুভ্রা মণ্ডল, সোমা চক্রবর্তী, সুমন চ্যাটার্জী। শ্রুতি নাটকে মাতিয়ে রাখেন সুস্মিতা ও সৌভিক (যুগলবন্দি)। চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীকে অলঙ্কৃত করেন কৃপাসিন্ধু ভট্টাচার্য, মিনু দে, রূপালী রায়, রুচিরা মজুমদার পাল, নন্দিতা চক্রবর্তী ও বিয়াস চক্রবর্তী। কবি কণ্ঠে কবিতা পাঠ করেন কবি জয়দীপ চট্টোপাধ্যায় ও দীপক বসু। একটি বিশেষ উপস্থাপনায় তাপস চৌধুরী অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেন। সঞ্চালনায় ছিলেন জয়শ্রী দে সরকার, আবহে ও যন্ত্রানুসঙ্গে সহযোগিতা করেন শুভ্র সেনগুপ্ত, সন্দীপ দে ও পিন্টু আচার্য। প্রত্যেককে বন্ধুত্ব উৎসবের স্ব-নির্মিত স্মারক প্রদান করেন শিল্পী নিরুপম রায়। কবি, লেখকদের পুস্তক দিয়ে একটি বুক স্টলও বন্ধুত্ব উৎসবের শোভাবর্ধন করেছিলো।