শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: ২১ ও ২২ মার্চ ২০১৯ কুয়েতের মরুভূমির রিসোর্টে দুইদিন ব্যাপি বৃহত্তর ঢাকা সমিতির উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয়। কুয়েত বৃহত্তর ঢাকা সমিতি সভাপতি সোয়েব আহম্মেদের সভাপতিত্বে ও আল আমিন চৌধুরী স্বপন এর উপস্থাপনায় দ্বিতীয় পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত এস,এম,আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ সগিরুল ইসলামএনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ডিফেন্স এ্যাটাচী(কুয়েত,কাতার, ও বাহরাইন), মোহাম্মদ আনিসুজ্জামান কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান বাংলাদেশ দূতাবাস কুয়েত।
আরো উপস্থিত ছিলেন কুয়েত বৃহত্তর ঢাকা সমিতির সাধারন সম্পাদক হাবিবুর রহমান, সি:সহ সভাপতি সফিকুল ইসলাম সফিক, যুগ্ম সম্পাদক জায়েদুর রহমান জায়েদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সহ আরো অনেকে। সমিতির সকলের উপস্থিতি সহ কমিউনিটির বিভিন্ন প্রবাসী বন্ধু বান্ধব পরিবারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বনভোজনে বিভিন্ন আয়োজনে প্রথম পর্বে ছিল খেলাধুলা, গান,কবিতা, শুভেচ্ছাউপহার, পুরস্কার সহ নানা আয়োজন। রাষ্ট্রদূত এস এম আবুল কালাম সহ অনুষ্ঠানে আগত অতিথিরা প্রবাসের মাটিতে এমন আয়োজন সকলকে বিনোদনের পাশাপাশি সকলের মাঝে আন্তরিকতা স্থাপনে বিশেষ ভূমিকা রাখে জানিয়ে বনভোজনের আয়োজকদের শুভেচ্ছো ও অভিনন্দন জানান।