হাকিকুল ইসলাম খোকন: কিশোরগঞ্জ জেলার মহিলা আওমীলীগের অন্যতম নেত্রী ও মানবাধিকার কর্মী ফাতেমা জোহরা আক্তার সংরক্ষিত নারী আসন থেকে সাংসদ হিসেবে মনোনয়ন পেতে আগ্রহী ।
কিশোরগঞ্জের অগ্নিকন্যা ফাতেমা জোহরা আক্তার জেলার কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের দশপাখি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন । তার স্বামী এ্যাডভোকেট শাহ্ আজিজুল হক জেলা জজ কোর্টের সম্মানীত পাবলিক প্রসিকিউটর ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জনপ্রিয় টিভি চ্যানেল আই’এর জেলা প্রতিনিধি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ইতিমধ্যে তার মমতা ও ভালবাসার বন্ধনে এলাকার সব স্তরের মানুষকে কাছে আনতে সক্ষম হয়েছেন । অসহায় নিরন্ন মানুষের ডাকে তিনি রাত-বিরাতে ছুটে যান তাদে দুয়ারে। এছাড়া দেশের গন্ডি পেরিয়ে ৭৩তম জাতিসংঘের সাধরণ অধিবেশনে তিনি সেপ্টেম্বর /২০১৮ সালে জননেত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যোগ দেন । এছাড়াও তিনি ভারত ও নেপাল সফর করেন ।
মানবপ্রেমিক ফাতেমা জোহরা আক্তার বলেন, আমি প্রচন্ড আশাবাদী একজন মানুষ । আমি বিশ্বাস করি, আমার জন্য যা মঙ্গলজনক আল্লাহ রাব্বুল আলামিন তাই মঞ্জুর করেন । যোগ্যতা একটি আপেক্ষিক শব্দ । বিশ্ব মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার চোখে যারা যোগ্য তারাই মনোনয়ন পেয়েছেন । তাদের সবার জন্য অভিনন্দন ও আমার শুভ কামনা । আমার জন্য যারা পাশে থেকে উৎসাহ ও প্রেরণা দিয়েছেন, সহযোগিতা করেছেন পরিশ্রম করেছেন, তাদের সবার জন্য আমার আন্তরিক ধন্যবাদ- কৃতঞ্জতা । আমরা জয় করবো একদিন শান্তি।