ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব: বৈশ্বিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে সৌদি আরবের অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হওয়ার কারণে সৌদির জেদ্দা ও পশ্চিমাঞ্চলে যে সকল প্রবাসী বাংলাদেশি চরম খাদ্য সংকটে পড়েছেন এবং প্রকৃতপক্ষে বিশেষ কষ্টের মধ্যে আছেন (বিশেষ করে কর্মহীন হয়ে পড়ায় প্রচন্ড আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন) তাদেরকে নিম্নলিখিতভাবে বাংলাদেশ কনস্যুলেটকে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে: যা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার এক নোটিশের মাধ্যমে জানা যায়। সহায়তা গ্রহন করার জন্য নিম্মলিখিত প্রক্রিয়াগুলি অনুসরণ করার জন্য নোটিশে জানানো হয়।
১. প্রবাসীর পাসপোর্ট কপি ও ইকামার কপি এবং টেলিফোন নম্বর দিয়ে কনস্যুলেট বরাবর সাহায্য চেয়ে আবেদন ইমেইল করুন; mission.jeddah@mofa.gov.bd
অথবা
২. হটলাইন নং 8002440051 এ (রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত) কল করে আপনার পাসপোর্ট নং, ইকামা নং এবং টেলিফোন নং দিয়ে সাহায্যের জন্য বলুন।
অথবা
৩. কনস্যুলেটের অফিসিয়াল টেলিফোন নং 012-6878465, 012-6894712 ও 012-6817149 এ (রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত) কল করে আপনার পাসপোর্ট নং, ইকামা নং এবং টেলিফোন নং দিয়ে সাহায্যের আবেদন জানান।
অথবা
৪. মোবাইল নং 055 3451 289 এর WhatsApp এ আপনার পাসপোর্ট ও ইকামার ছবি তুলে মেসেজ করুন (এই মোবাইল নম্বরে কোন কল গ্রহণ করা হবে না)।
উল্লেখ্য, সৌদি আরবে মোট আক্রান্তের সংখ্যা ২৪৬৩জন। এবং গত ২৪ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৮ জন, মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪৮৮ জন, আরও ৫ জন মৃত্যুবরণ করেছেন এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ৩৪ জনে। উল্লেখ্য, সৌদিতে গত ২৪ ঘন্টায় আরও ১৩৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ২৫২৩ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫৫১জন, আরও ৪ জন মৃতবরণ করেছেন এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ৩৮ জনে উন্নীত।