জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী, সিএমসি ২৮ ব্যাচের লন্ডন প্রবাসী ডা. আবদুল মাবুদ চৌধুরী ফয়সাল আর নেই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল, ২০২০ রাত ১০: ৩৫ মারা যান।
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও প্রয়াত ডা. ফয়সালের সহপাঠি ডা. সুলতানা আলগিন তার প্রয়াণে গভীর শোক জানান। তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করার পর চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন। পরবর্তীতে তিনি লন্ডনে চলে যানএবং সেখান থেকে এফআরসিএস কমপ্লিট করেন। আমৃত্যু লন্ডনের একটি হাসপাতালে ইউরোলজীর সিনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মরত ছিলেন। করোনার চিকিৎসা দিতে গিয়ে তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী ডা. রানী , এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। চট্টগ্রাম বিএমএর সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী জানান, ডা আবদুল মাবুদ চৌধুরী ফয়সাল, চমেকসু’ র সাবেক সমাজ সেবা সম্পাদক, মুজিব আদর্শের একজন নিবেদিত প্রাণ ছিলেন।