খলিল চৌধুরী: স্ব-পরিবার নিয়ে পবিত্র ওমরাহ হজ্ব পালন করলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক- বীর চট্টলার আহংকার ও লোহাগাড়া-সাতকানিয়ার সর্বজন-প্রিয় সাবেক ছাত্রনেতা আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন।
তিনি পবিত্র ওমরাহ হজ্ব পালনের মক্কার উদ্দ্যেশ্যে ১৭-মে শুক্রবার রাত ৩-টার সময় স্ব-পরিবার নিয়ে রাজধানী ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে ১৮-মে সকাল ৭-টার সময় সৌদির বাণিজ্যিক রাজধানী জেদ্দা কিং আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছান। এ সময় সাথে ছিলেন-সহধর্মিণী নাহিদা আমিন লিজা ও তার দু’কন্যা অর্দ্রী ও অর্থিত।
আওয়ামীলীগের কেন্দ্রীয় এ নেতা জেদ্দা থেকে সরাসরি পবিত্র মক্কা মসজিদুল আল হেরামে এসে জোহর নামাজের আগে কা’বা বায়তুল তাওয়াফ করে নামাজের পর ছাফামারওয়ার মধ্যদিয়ে স্ব-পরিবার ওমরা শেষ করে প্রিয় জন্মভূমি লোহাগাড়া-সাতকানিয়া উপজেলা-বাসী-সহ বর্তমান সরকারের সুর্দীঘও কল্যাণে_দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি ও দেশের সূর্য সন্তান সকল প্রবাসীদের সুস্থতা ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে দোয়া চেয়ে মোনাজাত করবেন।