প্রবাস মেলা ডেস্ক: তৌকীর আহমেদের পরিচালনায় আগামী ঈদের জন্য জাকিয়া বারী মম ‘স্বর্ণলতা’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন গুণী অভিনেত্রী, নাট্যকার বিপাশা হায়াত। এরইমধ্যে ‘স্বর্ণলতা’র শুটিং শেষ হয়েছে।
এতে মম অভিনয় করেছেন তৌকীর আহমেদের বিপরীতে। ‘স্বর্ণলতা’য় কাজ করা প্রসঙ্গে মম বলেন, অভিনেত্রী হিসেবে আমার জাতীয়ভাবে স্বীকৃতি তৌকীর ভাইয়ের সিনেমাতে কাজ করে। তাই তার প্রতি সবসময়ই আমার অন্যরকম শ্রদ্ধা, ভালোবাসা।
তিনি জানান, আগামী কোরবানির ঈদে নাটকটি আরটিভিতে প্রচার হবে। ‘স্বর্ণলতা’ নাটকটি দর্শকের খুব ভালো লাগবে আশা করছি। এদিকে এ অভিনেত্রী এরইমধ্যে সুমন আনোয়ারের রচনা ও নির্দেশনায় ‘নীলমায়া’ নামে একটি নাটকের কাজ শেষ করেছেন।