আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালিতে বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে ক্রীড়া সংস্থা আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন রোমে বাংলাদেশ সরকারের নিযুক্ত রাষ্ট্রদূত, আব্দুস সোবাহান সিকদার। বিশেষ অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সফিউল আলম চৌধুরী নাদেল। সভায় আংশিক কমিটি ঘোষণা করেন পরিচালক সাজ্জাদুল কবির।
ক্রীড়া সংস্থার সভাপতি হাজী মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, সর্ব ইউরোপ আওয়ামী লীগ সহ সভাপতি কেএম লোকমান হোসেন, ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক যথাক্রমে আবুল কালাম সায়মন, জহিরুল হক, ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি আবু তাহের, মহিলা আওয়াীলীগ সহ সভাপতি উম্মে হানী, ইতালি আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান মন্টু।
বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সহ সভাপতি লায়লা শাহ, মাহমুদুল হাসান প্রমুখ।
উপস্থিত বক্তাগণ বলেন,খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপন করতে হবে। নুতন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করাতে পারলেই কেবল শরীর গঠন এবং বাচ্চাদের যে ইন্টারনেট আসক্তি তা থেকে তারা দূরে থাকবে এবং উঠতি বয়সের ছেলেমেয়েরা মাদকাসক্ত হবে না। পাশাপাশি পরিবারের সকল ছেলে মেয়েরা যেন খেলায় মনোযোগ বাড়াতে পারে আগ্রহ পায় তার উপরে জোর দিতে হবে ।
বক্তারা আরও বলেন, মূলধারার খেলায় যেতে নতুন প্রজন্মকে সহযোগিতা করতে হবে তাহলে হয়তো একদিন দেখা যাবে আমাদের দেশের ছেলেরাও কেউ কেউ রোনালদো হয়ে বেরিয়ে আসবে।
সভায় প্রধান অতিথি রাষ্ট্রদূত, ক্রীড়া সংস্থার পরিকল্পনা হিসেবে তাদের সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় জাতীয় ক্রীড়া সংস্থার প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য পরাণ কৃষ্ণ সাহা ও মোজাম্মেল হক পাটওয়ারীকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
এর আগে সম্মেলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরিচিতি সভার কার্যকরী পরিষদের মধ্যে আবুল বাসার, মোজাম্মেল হোসেন মোল্লা, আবুল কালাম, সহ সাধারণ সম্পাদক হেলাল রায়হান, মিজানুল হক মিজু, আরমান উদ্দীন স্বপন, সাংগঠনিক সম্পাদক মুহিব হাসান, সহসাংগঠনিক সম্পাদক গোলাপ হোসেন বেপারী, রিয়াজ উদ্দীন ইকবাল, সহ-প্রচার সম্পাদক কাজী বাহাদুর, দপ্তর সম্পাদক মতিউর মেহেদী, ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বুলবুল, জাতীয় দলের প্রধান নির্বাচক শাহাদাত হোসেন রনিসহ অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়।
পরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে নব গঠিত কার্যকরী পরিষদের সবাইকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপদেষ্টা আমিনুর রহমান সালাম, বৃহত্তর ঢাকা সমিতির ইতালির ভারপ্রাপ্ত সভাপতি জোবায়ের আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল খান প্রমুখ উপস্থিত ছিলেন।