মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার জেল হাজতে ৬ অমুসলিম কয়েদি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যমতে ইসলাম ধর্ম গ্রহণকারী ৬ জনের ৩ জন পুরুষ ও ৩ জন নারী।
জানা গেছে উক্ত ৬ কয়েদি নাইজেরিয়ান। দার আল বের সোসাইটিস এবং জাকাত ফাউন্ড বিষয়টি নিশ্চিত করে, ৬ কয়েদি জেল হাজতে থেকে কোন ধরনের প্ররোচনা ছাড়াই ইসলামকে ভালো করে জেনে তারা নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
তবে তাদের সাজা কমিয়ে আনা হবে কি না বা মুক্তি দেওয়া হবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায় নি।