মো: হাফিজ, পোর্ট-লুইস, মরিশাস: ৩০ জুন রবিবার মরিশাসে ছুটির দিনে বাগাটেল শপিংমল সংলগ্ন বাংলাদেশ হাইকমিশন আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী।
হাইকমিশনার রেজিনা আহম্মেদের সভাপতিত্বে দূতালয় কাউন্সিলর ওহিদুল ইসলাম ও মোঃ আনিসুর রহমানর একর্মসূচী পরিচালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন মরিশাসের স্বাস্থ্যমন্ত্রী ডা: মোহাম্মদ আনোয়ার হুসনু।
উপস্থিত ছিলেন ছানা উল্লাহ, নাজমুল বাসার, ওবায়দুল করিম, মিস্টার আলী জুকান, আবু তালেব তুফানি, ফারহাদ অমিয়া, বাংলাদেশ কমিউনিটি নেতাসহ ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ হাফিজুর রহমান (হাফিজ) ও তার সংগঠনের সদস্যবৃন্দ। এ সংগঠনটি মরিশাস সহ বিশ্বের চৌদ্দটি দেশের প্রবাসীদের নিয়ে গঠিত। এটি একটি অনলাইন ভিত্তিক সেবামূল সংগঠন।
সাদা টি-শার্ট পরে সকল থেকেই সার্বিক সহযোগিতা ও রক্তদানে অংশগ্রহণ করেন সংগঠনের সকল সদস্যরা । সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয় সবার জন্য দুপুরের খাবার।
অনুষ্ঠান শুরুতে ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের পক্ষথেক সভাপতি মোঃ হাফিজ স্বাস্থ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধন করেন।এরপর সংগঠনের সহ প্রচার সম্পাদক মোঃ আরিফ মান্যবর হাইকমিশনার রেজিনা আহমেদকে ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানান ম। এ সময় রেজিনা আহমেদ ও স্বাস্থ্যমন্ত্রী সংগঠনের টি-শার্ট উন্মোচন করেন।
দূতাবাসের পক্ষ থেকে ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ ও সকল প্রবাসী বাংলাদেশিকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান হাইকমিশনার রেজিনা আহম্মেদ।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও হাইকমিশনার রেজিনা আহম্মেদ মরিশাস হাইকমিশনে সফল ও দক্ষভাবে এক বছর অতিবাহিত করায় কেক কেটে অভিনন্দন জানানো হয়।