এম .সাইফুল: মনজুর সাদেক খোশনবিশ আমেরিকার শেয়ারবাজারে এক সময় ছিলেন একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। কিন্তু বর্তমানে তিনি জনপ্রিয় লেখক। জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষ বিলিয়নিয়ার (শত কোটিপতি) ওয়ারেন বাফেটের লেখা বইকে টপকে গেছে বাংলাদেশি এই লেখকের বই।
শুধু তাই নয়, বর্তমানে তার বই জাপানী ও আরবী ভাষায় অনুবাদিত হয়ে বিক্রি হচ্ছে বিভিন্ন দেশে। সেসব দেশেও বেশ জনপ্রিয় তার বই।
জানা গেছে, ২০১৭ সালে আমেরিকার শেয়ারবাজােরর উপর “নো ওয়ে টু লস মানি ইন দ্যা স্টক মার্কেট” এবং ২০১৮ সালে “১০০০% প্রফিট ১০০% রিস্ক ইটস কলড অপশন্স” শিরোনামে তার লেখা দুইটি বই প্রকাশ করে অ্যামাজন। এর মধ্যে প্রথম বইটি অ্যামজনে ৬ষ্ঠ অবস্থানে চলে আসে, যেখানে বিলিয়নিয়ার ওয়ারেন বাফেটের বই ৮ম অবস্থানে।
এছাড়া বাংলা ভাষাতেও তিনি ৩টি বই লিখেছেন। এর মধ্যে সর্বশেষ বের হওয়া “শেয়ার ব্যবসা সেরা ব্যবসা যদি সঠিক পদ্ধতি অবলম্বন করা যায়” বইটি বাংলাদেশেও রকমারি ডটকমে বিক্রির দিক থেকে প্রথম।
তার অন্যান্য বইগুলো হল, “শেয়ার ব্যবসায় সফল হবার সহজ কৌশল”, শেয়ার ব্যবসায় বিনিয়োগের সঠিক পদ্ধতি” ও ঝুঁকি এড়িয়ে মুনাফা অর্জন”। এছাড়া তিনি দেশের একমাত্র ও প্রথম পুঁজিবাজারভিত্তিক পত্রিকা “দৈনিক শেয়ার বিজ কড়চা”-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক ছিলেন। ২০০৭ সালে প্রথম পত্রিকাটি মাসিক বের হয়। পরবর্তীতে ২০০৯ সালে দৈনিক হিসেবে প্রকাশিত হতে থাকে।
মনজুর সাদেক খোশনবিশ ১৯৯১ সালে সূদুর আমেরিকায় পাড়ি জমান। তিনি ২০০০ সাল থেকে আমেরিকার শেয়ারবাজারের সাথে জড়িত।