মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: ২৬ মে ২০১৯ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ফুজাইরাহ বিদিয়া উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৩৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিদিয়া বিএনপি’র নেতা ফাত্তার মিয়ার সভাপতিত্বে যুবদল নেতা মোঃ জগলু মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুজাইরাহ বিএনপির সভাপতি এম.সিরাজুল ইসলাম ( সিরাজ)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুজাইরাহ বিএনপির সাধারণ সম্পাদক সোলাইমান আহমেদ।
বক্তব্য রাখেন ফুজাইরাহ বিএনপি’র সহ সভাপতি শাস্তা চৌধুরী, সহ সভাপতি দেলোয়ার হোসেন (সরকার), ফুজাইরাহ যুবদলের উপদেষ্টা ও শ্রমিক দলের প্রধান উপদেষ্টা রব উল্লাহ্ রব, ফুজাইরাহ বিএনপি’র সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইউএই যুবদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক খায়রুল ইসলাম, ফুজাইরাহ যুবদলের সভাপতি রিপন তালুকদার, ফুজাইরাহ যুবদলের সাধারণ সম্পাদক হোসেন আহমেদ, সহ সভাপতি আনোয়ার হোসেন ও সহ সভাপতি মো: করিম মিয়া, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক এস.এম.সবুজ মিয়া, যুবদল আল কোরাইয়া ইউনিট সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, ফুজাইরাহ শ্রমিক দল এর সভাপতি আমজাদ হোসেন (রতন), ফুজাইরাহ বিএনপি’র সদস্য সোহাগ মিয়া, মোরশেদ আহমেদ, ফরিদ আহাম্মেদ সহ দলের অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দরা।
উপস্থিত নেতৃবৃন্দ বর্তমান সরকারের অবৈধ রায়ের তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অতিসত্ত্বর মুক্তি দিন।