মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা সোনার বাংলার বিনির্মাণের এক স্বপ্নদ্রস্টাকে হত্যা করেছে। বঙ্গালি হারিয়েছেন জাতির পিতাকে, মূলত যার হাত ধরে এই দেশের স্বাধীনতা এসেছিল। বর্তমানে জাতি তার শুন্যতা অনুভব করেছে। তাঁর এই শুন্যতা বাঙ্গালি জাতি কখনও পুরন করতে পারবে না বলে মন্তব্য করেন চট্রগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগ দুবাই ও উত্তর আমিরাতের সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী জাহাঙ্গীর।
৩০ আগস্ট শুক্রবার শারজাহ মাজলিস আল মদিনার হোটেলের হল রুমে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ প্রবাসী শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস, ২১ আগস্ট শহীদদের স্মরণে মিলাদ ও দেয়া মাহফিলে অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যকালে এই মন্তব্য করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক হামিদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক নবীদুর রহমান মুন্নার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মোঃ আবু জাফর চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন অধ্যাপক এম এ সবুর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত আনোয়ারা উপজেলা এডহক কমিটির সদস্য আজিজুল হক নসু, আনোয়ারা উপজেলা এডহক কমিটির সদস্য ও সাবেক কারা পরিদর্শক বোরহান উদ্দিন মুরাদ, উপদেষ্টা ইয়াছিন চৌধুরী।
বক্তব্য রাখেন সংগঠন এর সহ-সভাপতি যথাক্রমে ইলিয়াস চৌধুরী, ইঞ্জিনিয়ার শফিক, জয়নাল আবেদীন, মোঃ ইসমাইল, শওকত আকবর, জানে আলম জনি, আলহাজ্ব নুরুল আমিন, কমিউনিটি নেতা আমির হোসেন, আরিশাদ হোসেন হিরু, এনামুল হক, নুরুন্নবী রওশন, জসিম উদ্দিন পলাশ, আবুল কাশেম, এস এ মুনির, আবুধাবি দক্ষিণ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনছুর, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন মঞ্জু।
উপস্থিত ছিলেন বৃহত্তর চট্রগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সভাপতি আরশাদ হোসেন হিরু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোরশেদ চৌধুরী, মোহাম্মদ সেলিম সহ আরো অনেকে।
স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব নুরুল আমিন।