মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: আমিরাতের শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্ট হলরুমে প্রবাসী বাংলাদেশিদের সম্মনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সমিতির সভাপতি আইয়ুব আলী বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাঈল গণি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকৌশলী নওশের আলী, সাইফুদ্দিন আহমেদ, কাজী মোহাম্মদ আলী, ড. ওয়াসিফ, মীর আহমেদ, হাজী আবদুল করিম, মাওলানা ড. আবদুস সালাম, নুরুল আলম, শাহানুর শাহিন, মোহাম্মদ আজিম, মোহাম্মদ ইউছুপ, মীর খালেদ, সালাউদ্দিন সহ আরো অনেকে।
বক্তারা বলেন, বিদেশের মাটিতে আমাদের চলাফেরা ও কাজে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন না হয়। সে দিকটি মাথায় রেখে দেশের সম্মান বৃদ্ধিতে কাজ করতে হবে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ড. আবদুস সালাম।