শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: ২৮ ফেব্রুয়ারি সার্ক সিটি টাওয়ার হোটেলে “আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদ- কুয়েত” র সমন্বয়ে “স্বপ্নের সাতকাহন” যৌথকাব্য গ্রন্থের মোড়ক উম্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক নাসরিন আক্তার মৌসুমীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত এস এম আবুল কালাম। বিশেষ অতিথিদের মধ্যে উপস্হিত ছিলেন সামরিক এ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল শাহ সাগিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোয়াজ উদ্দিন আহমেদ, ডাঃ মনিরুজ্জামান প্রমুখ।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানে যৌথ কাব্যের মোড়ক উন্মোচন, কেক কাটা, কবিতা আবৃত্তি, নৃত্য ও গুণীদের সম্মাননা ক্রেস্ট এর আয়োজন ছিল চমৎকার, যা প্রবাসের মাটিতে সৃজনশীল কর্মধারার উদাহরণ।
মোঃ এজাজ আহমেদের পবিত্র কোরআন থেকে তেলোয়াত শেষে অনুষ্ঠানে সাবরীনা সুলতানা টায়রা ও নাসিমা সরকার এর যৌথ সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, মিজানুর রহমান, বিভিন্ন চ্যানেলের কুয়েত প্রতিনিধির মধ্যে সাংবাদিক শরিফ মোহাম্মদ মিজানুর রহমান সময় টিভি , আ হ জুবেদ বাংলা টিভি, আল আমিন রানা মাই টিভি, আফসানা অভি চৌধুরী ডিবিসি টিভি, সাদেক রিপন একাত্তর টিভি, আইএমএফের সহ- সভাপতি নজরুল ইসলাম জহির, সহ কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী এবং কমিউনিটির বিশিষ্টজন।
সে সময় সংগঠনের পক্ষ হতে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম এর হাত হতে বিশেষ সম্মাননায় সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন যথাক্রমে -রাষ্ট্রদূত পত্নী সুলতানা কামাল (বিশেষ সম্মানীত নারী হিসাবে), মুক্তিযোদ্ধা মোয়াজ উদ্দিন আহমেদ (মুক্তিযোদ্ধাসম্মানে), মঈন উদ্দিন সরকার সুমন (সাংবাদিকতায়), নওরীন নেওয়াজ (কৃতি ছাত্রী), সেলিম রেজা (সাহিত্যে), শিশু বন্ধু জহিরুল কাইয়ুম বাহার( চিএশিল্পী),সেই সাথে স্বপ্নের সাতকাহন যৌথকাব্য গ্রন্থের আবৃত্তিকার মুজাহিদুল ইসলাম শিব্বির এবং প্রচ্ছদশিল্পী মনিকা ইয়াসমিনকে সম্মাননা দেয়ার পাশাপাশি স্বপ্নের সাতকাহনের চব্বিশ জন কবিদের ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজনের প্রসংশা করে রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যৎতে এ ধারা অব্যাহত রেখে পথ চলতে পারলে প্রগতিশীল ও সুন্দর মানুষিকতা বিকাশে উৎসাহ যোগাবে কুয়েত এর বাঙালি সমাজ তথা বাংলা সাহিত্যে এবং আরো পরিচিতি ঘটাবে ভিন দেশীয়দের কাছে প্রাণের বাংলাদেশকে। অতিথি রিসিপশনে ছিলেন শুভ্রা পাল ও অন্যান্যরা। নৈশ্যভোজের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের।