রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারায় পত্রিকা বিক্রেতা ও মানবিক সিএনজি চালকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে আনোয়ারা অনলাইন প্রেস ক্লাব। ১ এপ্রিল, ২০২০ বুধবার বেলা ১১টায় আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে তাঁদের হাতে এসব তুলে দেন ক্লাবের নেতৃবৃন্দরা। জানা গেছে, বুধবার বেলা ১১টায় সংক্ষিপ্ত আনুষ্ঠানিককতার মধ্য দিয়ে আনোয়ারায় কর্মরত পত্রিকা বিক্রেতা ও বিভিন্ন পত্রিকার এজেন্টদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় আনোয়ারা অনলাইন প্রেস ক্লাব। ওই সময় বিনা ভাড়ায় হাসপাতালে রোগী আনানেওয়া করা আনোয়ারার সিএনজি চালকদের হাতেও একইভাবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ডিএইচ মনসুর, সাধারণ সম্পাদক মো. তৌহিদ, সাংগঠনিক সম্পাদক জিন্নাত আইয়ুব, অর্থ সম্পাদক মহিউদ্দিন মনজুর, সাংবাদিক রানা সাত্তার, সাংবাদিক মনির হোসাইন প্রমুখ। আনোয়ারা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তৌহিদ বলেন, দেশের প্রত্যেকটি উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকতার মূলধারাকে লক্ষ্য করে মানবতার কল্যাণে কাজ করেন সাংবাদিকেরা। আমরাও এ ধরনের উদ্যেগ নিতে পেরে ভালো লাগছে। সমাজের সকল বিত্তবানদের দেশের এমন দূর্যোগময় অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ করছি।