প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)র অনুষ্ঠিত ৫৯তম আইইবি সম্মেলনে আইবি অস্ট্রেলিয়াকে সেরা বিদেশ চ্যাপ্টার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউএই সহ মোট ১১ টি দেশের মধ্যে বিদেশ চ্যাপ্টারে অস্ট্রেলিয়া সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এই স্বীকৃতির জন্য বিদেশী চ্যাপ্টারের একবছরের বার্ষিক কার্যক্রম কমিটির কাছে জমা দিতে হয়। আইবির অস্ট্রেলিয়া চ্যাপ্টার গত বছরে অনেকগুলো কাজ সম্পাদন করেছেন। তার মধ্যে ২০১৮ সালের ৪ ডিসেম্বর সিডনির ইএ অডিটোরিয়ামে প্রথম বারের মত ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া (ইএ) এবং আইইবি যুগ্ম চার্টার্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং (সিপিইন.) ১২০ জন বাংলাদেশিদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এছাড়া ৬ ফেব্রুয়ারি ২০১৯ আইইবি সদর দপ্তর ঢাকায় ড. আহম কামরুজ্জামান আইবি (অস্ট্রেলিয়া চ্যাপ্টারের সেক্রেটারী) বিশেষ বক্তব্য প্রদান করেন।
সিপিইন. এর সেমিনারে ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া (ইএ) এর সম্মনিত সিইও মি. পিটার ম্যাকইনটিরে, বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান, আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের সেক্রেটারী ড. আহম কামরুজ্জামান, আইইবি অস্ট্রেলিয়ার চেয়ারম্যান প্রকৌশলী মো: আব্দুল মতিন সহ বিশিষ্ট প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা কিভাবে পেশাদার প্রকৌশলীরা দুটি দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালিী করতে পারে তার উপর বক্তব্য রাখেন। বিশেষ করে আইবিবি স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রেডিটেশন সম্পন্ন স্বাক্ষরকারী তার ব্যাখা প্রদান করেন।
আইইবি সদর দফতরে প্রধান অতিথির বক্তৃতায় ড. এ এইচ এম কামরুজ্জামান “নরম মৃত্তিকাতে সেতু পদ্ধতির বাঁধের বাঁধন এবং পাইলসের গভীর মাটি মিশ্র কলামের প্রয়োগ” বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। তার এই উপস্থাপনাটি বাংলাদেশে অনেক মেগা সিভিল ইঞ্জিনিয়ারিং প্রকল্পে কর্মরত প্রকৌশলীগণের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য ছিল।
আইইবি অস্ট্রেলিয়ার চ্যাপ্টারের পরিচালিত এই সকল কার্যক্রম বিবেচনায় ৫৯তম আইইবি সম্মেলনে আবদুল মতিনকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা “সেরা বিদেশ অধ্যায়” পুরস্কার তুলে দেন।