প্রবাস মেলা ডেস্ক: ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-র উদ্যোগে সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম ২ জুলাই ২০১৯, মঙ্গলবার একাডেমি ভবনে উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আইবিটিআরএ-র মহাপরিচালক ড. মাহমুদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রুকন উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. মো. মিজানুর রহমান ও মুহাম্মদ জিল্লুর রহমান আল মাহমুদ উপস্থিত ছিলেন।
দুই মাসব্যাপী এ প্রোগ্রামে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।