আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্র্রেলিয়া: অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসকারী মুসলমানরা মঙ্গলবার ৪ জুন ঈদুল ফিতর উদযাপন করেছেন। এবার সিডনিতে শীত ও বৃষ্টি থাকার পরেও সবাই আনন্দ ভাগাভাগি করেছে সুন্দরভাবে।
অস্ট্রেলিয়ায় প্রধান প্রধান ঈদ জামাত হয়েছে বিভিন্ন মসজিদ, মাসল্লাহ, মুসলিম সেন্টার, কমিউনিটি সেন্টার এবং বড় পার্কে। ঈদের বড় জামাতগুলোর মধ্যে রয়েছে ল্যাকান্বার দারুল উলুম, ল্যাকান্বার কেন্দ্রীয় মসজিদ, ল্যাকান্বার রেলওয়ের প্রেরেড মাসল্লাহ, প্যারী পার্ক কমিউনিটি সেন্টার, রকডেল এবং মিন্টু মসজিদ।