সিডনি, অস্ট্রেলিয়া: ১১ জুন ২০১৯ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাঞ্চ মেম্বার ফোরামের সাথে নিউ ওয়েলস লীডারশিপ পদপ্রার্থী হন ক্রিস্টোপার জন মিন্স এমপি (Hon Christopher John Minns MP) ও হন জিহাদ দিব এমপি (Hon Jihad Dib MP) এর যৌথ সমন্বয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন ব্রাঞ্চ থেকে আগত অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রিফিং শেষে উপস্থিত ব্রাঞ্চ মেম্বারগণ বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন করেন। চমৎকারভাবেপ্রতিটি প্রশ্নের উত্তর দেয়া হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে আপ্যায়িত করা হয়।