ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরবে প্রতিনিধি : সৌদি আরবে মহামারী করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২,৭৩৬ জন। ফলে দেশটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা হল ৫৪,৭৫২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে সংখ্যা ১০ জনের। সর্বমোট মৃত্যুর সংখ্যা ৩১২ জন।গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২,০৫৬ জন। সর্বমোট সুস্থের সংখ্যা ২৫,৭২২ জন। সূত্র : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে বিশ্ব মুসলিমদের পবিত্র স্থান মক্কা মুকাররম- ৫৫৭ জন। দেশটির রাজধানী রিয়াদে- ৪৮৮ জন। মদিনা মুনাওয়ারায় ৩৯২ জন, বন্দর নগরী জেদ্দায় ৩৫৭ জন, দাম্মাম ২৮৬ জন, আল হুফুফ১৪৯ জন, আল জুবাইল ১৪৯ জন, তায়েপ ৮১ জন, আল খোবার ৫১ জন, ক্বাতিপ ২৪ জন,, তাবুক ১৮ জন, জাহারান ১৫ জন, বেইশ ১৫ জন, বিশাহ ১৪ জন,বুরাইদা ১২ জন, আল হাদা ৯ জন, আল কোরাই ৯ জন, হাইল ৯ জন, ইয়ানবু ৯ জন আল ক্বোর ৯ জন, হায়েল ৯ জন, সাবত আল আলাাইয়া ৭ জন, বাক্বীক ৬ জন, ক্বুনফুদা ৬, ইয়ানবু ৫ জন, আল কউজ ৫ জন, আল রেইন ৫ জন। আল আকিক ৪ জন, হাফের আল বাতেন ৪ জন, আল হারাজ ৪ জন, দিরিয়াহ ৪ জন। এ ছাড়া আরও কিছু অঞ্চলে ১/২/৩ জন করে আক্রান্ত হয়েছে।
দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসটির বিস্তার বেড়েই চলেছে। এ দিকে ১৬ মে,২০২০ পর্যন্ত দেশটিতে অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেল, জেদ্দার হিসাব অনুযায়ী দেশটির জেদ্দা কনসুলেটর অধিক্ষেত্র তথা পশ্চিমাঞ্চলের এলাকায় গুলোতে মোট ৯২ জন প্রবাসী বাংলাদেশির করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার ব্যক্তির নাম নথিভুক্ত করা হয়েছে। যা জেদ্দা কনস্যুলেটের শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,সৌদি আরবে রিয়াদ সহ পূর্বাঞ্চালের অধিক্ষেত্র বাংলাদেশ দূতাবাস রিয়াদের আওতায় এবং জেদ্দাসহ পশ্চিমাঞ্চালের অধিক্ষেত্র বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার আওতায়।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। বর্তমানে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা বাড়তেই আছে বর্তমানে বিশ্ব জুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ৫১ হাজার ১১৯ জন। গোটা বিশ্বে ভাইরাসটি সংক্রমিত মৃত্যুর সংখ্যা ৩ লাখ ১২ হাজার ১১৯ জন। সুস্থ হয়েছেন ১৭ লাখেরও বেশি মানুষ।
বি.দ্র. : সৌদি আরবে বাংলাদেশি মৃত ব্যক্তির নামের তালিকা পিডিএফ ফরমেটে দেয়া গেল।