জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্য প্রবাসী লন্ডনের ইলফোর্ড এ অবস্হানরত জনাব কাজী বাদল গত এক সপ্তাহ পুর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কিং জর্জ হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। ১০ এপ্রিল ২০২০ পৃথিবীর তিনি মায়া মমতা এবং সবাইকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে (ইননা লিল্লাহী ওয়া ইননা ইলাহী রাজিউন)। আল্লাহ পাক তাকে জান্নাতুস ফেরদাউস নসীব দান করুন, আমিন। তার দেশের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানায়, মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫ তিনি তার সহধর্মিনী মলী চৌধুরী এবং ১ ছেলে ও ১ মেয়ে ছাডা়ও বহু গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গিয়েছেন।