জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: জন্মলগ্ন থেকে বাংলাদেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ও শীতার্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে কমিউনিটিতে প্রশংসা কুড়িয়েছে সুন্দরবন ফাউন্ডেশন ইউকে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যাধি করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষকে সাহায্য করতে সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে ঢাকা, খুলনা যশোর, বাগেরহাট ও সাতক্ষীরায় খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সুন্দরবন ফাউন্ডেশন ইউকে’র সভাপতি আবু সুফিয়ান ঝিলাম বলেন, ত্রাণ বিতরণের এ কর্মসূচী অব্যাহত থাকবে। জাতীয় জীবনের এই চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে সকল বিত্তশালীকে এই মহতী কাজে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি ।
বিশ্বের অনেক দেশে আজ মহামারি আকার ধারণ করেছে নভেল করোনাভাইরাস। ভয়াবহ ও অদৃশ্য এই ভাইরাসের প্রাদুর্ভাবে দিনে দিনে স্থবির হয়ে পড়ছে জনজীবন। সবচাইতে বিপাকে পড়েছে তৃতীয় বিশ্বের দিনমজুর খেটে খাওয়া মানুষ।
সুন্দরবন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণ নেয়া এক অসহায় বৃদ্ধা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাবা করোনায় কি করব, না খাইয়াই তো মরতে হইবে। আমরা কাম করলে খাই, না করলে না খাইয়া থাহি।অহন পুলিশের ভয়ে বাইরে যাইতে পারিনা। করোনার কারণে শহরের সব কিছু বন্ধ। কাজ কাম নাই। এইভাবে চলতে থাকলে মাইয়া পোয়া নিয়া কেমনে চলমু বোজতে পারিনা। করোনা আমাগো মারতে না পরেও না খাইয়া মরমু বাজান। পায়ে ধরছি আপনারা আমাগো বাঁচান “।
বাংলাদেশে ত্রাণ বিতরণ ছাড়াও লন্ডনে জরুরি হেল্প ডেস্ক চালু করেছে সুন্দরবন ফাউন্ডেশন ইউকে।কেউ জরুরি ভিত্তিতে খাবার, পানি, ঔষধ ইত্যাদির জন্য যোগাযোগ করলে হেল্প ডেস্ক থেকে সেবা প্রদান করা হচ্ছে। বাংলাদেশে ত্রাণসামগ্রী সুষ্ঠুভাবে বিতরণের বিষয়টি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছেন সুন্দরবন ফাউন্ডেশনের সহসভাপতি এম এ সিপার, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আহমেদ সুমন, এক্সিকিউটিভ মেম্বার খাইরুল ইসলাম ও ফরহাদ। দেশে অনেকের সাথে এ কাজে সহযোগিতার হাত বাড়িয়েছে ডানী ফাউন্ডেশন।