মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ৯ জানুয়ারি বুধবার রিয়াদ স্থানীয় সময় সকাল ৭ টার বাংলাদেশ বিমান ফ্লাইট-নং ০৪০ যোগে চাঁদপুর শাহরাস্তি উপজেলাস্থ ফতেপুরের আরিফ হোসেনের মরদেহ বাংলাদেশে নেয়া হচ্ছে। বাংলাদেশের স্থানীয় সময় বেলা সাড়ে তিন টার দিকে হজরত শাহ জালাল বিমান বন্দরে বিমানটি অবতরণ করবে বলে জানা গেছে।
সৌদি আরবের রিয়াদ প্রবাসী মোঃ আরিফ হোসেন পাটোয়ারী গত মাসের ১২ ডিসেম্বর (৩৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।
তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলাস্থ শাহরাস্তি উপজেলার ফতেপুর পাটওয়ারী বাড়ী, সে আবদুল ওয়াদুদ পাটওয়ারী বড় ছেলে।
আরিফ হোসেনের মরদেহ দেশে নিতে পরিবারের পক্ষ থেকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন। পরিবারের চাওয়া অনুযায়ী আরিফের মরদেহ বাংলাদেশে নেয়ার ব্যাপারে রিয়াদ দূতাবাসের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
আরিফ হোসেন পাটওয়ারীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সৌদি আরব প্রবাসী চাঁদপুর শাহরাস্তি ফোরাম ও শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সাধারণ সম্পাদক মোহাম্মদ
সালে আহমদ ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়াজী প্রমুখ।”