মো: জাহাঙ্গীর আলম হৃদয়:
একদিন থাকিবেনা কেউ
থাকবে শুধু রেখে যাওয়া
সকল ভালো কাজ
আর সেই ভালো
কাজগুলি বাস্তবায়ণ করার লক্ষে
শাহজাদাপুর ইউনিয়নবাসির জন্য
জনদরদী আরমান মিয়ার দরকার।
কোবিড-১৯ মহামারী করোনাকালে ৯নং শাহজাদাপুর ইউনিয়নের অসহায় হতদরিদ্র মানুষের পাশে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন দেওড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আরমান মিয়া।
স্থানীয় সকল বয়সের মানুষের সুখে দুখে পাশে তিনি থাকেন, এলাকার যুব সমাজদের সাথে নিয়ে ক্রিড়া, সাংস্কৃতিক প্রোগ্রাম বাস্তবায়ণ করে থাকেন আরমান মিয়া।
এলাকার মানুষের কল্যাণে যৌতুক, বাল্যবিবাহ, মাদক, জংগী সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে জনসচেতনতা সৃষ্টির লক্ষে তিনি সব কাজ করে যাচ্ছেন বলে আকরাম হোসেন রাসেল জানান।
দিনে বা রাতে যখনি এলাকার জনগণের জন্য নিবেদিতভাবে কাজ করে থাকেন, স্থানীয় লোকজনের দাবি আগামীতে এমন লোককে নির্বাচিত করতে পারলে এলাকায় ব্যাপক উন্নায়ন করা সম্ভব হবে।
আরমান মিয়ার দুই নয়ন ৯নং শাহজাদাপুর ইউনিয়নবাসীর উন্নয়ন।