প্রবাস মেলা ডেস্ক: তরুন ফটোগ্রাফিদের উৎসাহিত করা এবং একটি প্লাটফর্ম তৈরির উদ্দেশ্যে আগামী ৮ জুন ২০১৯ খোকসা কলেজ অডিটোরিয়ামে ‘কেপিএস ১ম আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শণী অনুষ্ঠিত হবে।
খোকসা ফটোগ্রাফিক সোসাইটি (কেপিএস) কর্তৃক এ প্রদর্শণী শনিবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে।
খোকসা ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি নাহিদুজ্জামান শয়ন ও সাধারণ সম্পাদক পল্লব বিশ্বাস জানান, একই দিনে সুনামধন্য ফটোগ্রাফার আবু রাসেল রনি ‘আর্টিস্ট টক’ এ মৌলিক ফটোগ্রাফি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
অনুষ্ঠানে খোকসা উপজেলার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফ্রিল্যান্স এবং পেশাদার আলোকচিত্রীরা তাদের আবেগ এবং প্রতিভা প্রদর্শণে অংশগ্রহণ করবে।
প্রদর্শণী অনুষ্ঠানে স্থানীয় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। (প্রেস রিলিজ)