রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: ৫ মে, ২০২০ মঙ্গলবার কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক চেক পোষ্টের চেকে একটি ব্যাক্তিগত প্রাইভেট কার থেকে রাত আনুমানিক ৯:৩০ মিনিটে ৮০ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্রার করে কর্ণফুলী থানা পুলিশ। জানা যায়,তাদের দুজনের মধ্য একজন সাবেক সেনা সদস্য ও তার ড্রাইভার। গ্রেপ্তারকৃতরা হলেন ১১ পদাতিক ডিভিশনের সাবেক ল্যান্স কর্পোরাল আশরাফুজ্জামান (৩০) ও গাড়ি চালক রাসেল (৩৫)। তাদের উভয়ের বাড়ি একই থানায়। আশরাফুজ্জামান এর বাড়ি রাজবাড়ি জেলার পাংশা থানার বাবু পাড়া ইউনিয়নের ভট্টাচার্য পাড়া। আর রাসেলের বাড়ি পাংশা থানার রাজবাড়ি এলাকায়। এ সময় নগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আরেফিন জুয়েল বলেন, প্রতিদিনের ন্যায় মইজ্জারটেক এলাকায় চেক পোষ্ট চলছিল। হঠাৎ চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার চেকে পর, বুঝতে পারা যায় কার টি কক্সবাজার থেকে চট্টগ্রামে প্রবেশ করছে।প্রাইভেট কারটি সন্দেহ হলে চেক করা হয় তখন গাড়িতে বহন করা বিপুল সংখ্যক ইয়াবা সাদৃশ্য দৃষ্টিগোচর আসিলে চ্যালেঞ্জ করার পর ও গণনা করে ৮০ হাজার ইয়াবাসহ কারটি উদ্বার করা হয়।

তিনি আরো জানান, এ সময় আশারাফুজ্জামানের সাথে একটি আইডি কার্ড পাওয়া যায় যেখানে তিনি সেনা সদস্য প্রমান হয়।তার থেকে জানা যায়,তিনি ২০০৬ সালে সেনাবাহিনীতে যোগদান করেন।২০১৯ সালের এপ্রিল মাসে তিনি সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত হন। তিনি ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য হিসাবে ছিলেন বলে জানা যায়। তবে কি কারণে চাকুরিচ্যুত হন তা এখনো জানা যায়নি।