প্রবাস মেলা ডেস্ক: একজন শিক্ষিকা হিসেবে শুরু করেছিলেন কর্মজীবন। এরপর তার অভিনয় শৈলী দিয়ে রাঙিয়েছেন শোবিজ অঙ্গণ। বলছি বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের কথা।
দিলারা জামান প্রথম টেলিভিশনে অভিনয় করেন ১৯৬৬ সালে ‘ত্রিধরা’ নাটকে। এ নাটকে তার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন নাট্যকার মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। এছাড়াও ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’ নাটকে তার অনবদ্য অভিনয়ের জন্য দারুণ প্রশংসা কুড়িয়েছেন এ শিল্পী।
১৯৯৩ সালে মোরশেদুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র ‘চাকা’-তে অভিনয় করেন দিলারা জামান। তার অভিনীত প্রথম চলচ্চিত্র হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আগুনের পরশমণি’। ২০০৮ সালে মুরাদ পারভেজ পরিচালিত ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রে ময়রা মাসী চরিত্রে অভিনয় করেন। এ চরিত্রে অভিনয়ের জন্য তার সহশিল্পী চম্পার সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৯৩ সালে একুশে পদক প্রদান করা হয় খ্যাতিমান এই শিল্পীকে।
কালজয়ী বহু নাটকের এ অভিনেত্রী ।এখনো অভিনয়ে আছেন সরব। বয়সকে শুধুই সংখ্যার ঘরে বন্দি রেখে এখনো রঙিন দিলারা জামান! এখনো বিভিন্ন ব্যান্ডের ফটোশুটে সরব পদচারণা এই গুণীজনের।
অভিনেত্রী দিলারা জামান ১৯৪৩ সালের ১৯ জুন পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহণ করেন। ৮০ বছর বয়সে পা রাখলেন দিলারা জামান।