মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: আগামী ৭ ডিসেম্বর শুক্রবার রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ত্রিদেশীয় ওরিয়েন্টাল লেডিস গ্রুপ মেলা অনুষ্ঠিত হবে। ওরিয়েন্টাল লেডিস গ্রুপ মেলায় অংশ নিচ্ছেন ভারত, বাংলাদেশ ও নেপাল।
এবারের মেলায় বাংলাদেশের ১৪ টি স্টল থাকবেন বলে জানিয়েছেন দূতাবাসের কার্যালয় প্রধান ও কাউন্সেলর ডক্টর ফরিদ উদ্দিন আহমদ। তিনি বলেন, আমাদের রাষ্ট্রদূত জনাব গোলাম মসীহ্ স্যার এই ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা চেয়েছেন।
তিনি আরও বলেন, একেক বছর একেক দেশ এ মেলার আয়োজন করে থাকেন। ২০১৮ ওরিয়েন্টাল লেডিস গ্রুপ মেলার আয়োজন করছে বাংলাদেশ। এখানে নারী উদ্যোক্তারাই সকল বিষয়গুলো নিয়ে আগত প্রবাসীদের কাছে তুলে ধরবেন। বাংলাদেশের উন্নয়ন, ইতিহাস, পোশাক, খাবার সহ প্রায় সব কিছুই উপস্থাপন করা হবে মেলায় আগতদের সামনে।
এবারের ত্রিদেশীয় মেলা সফলভাবে শেষ করতে দূতাবাসের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।