মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনধি: মালদ্বীপের হুলুমালে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আগামীকাল ৭ ডিসেম্বর ২০১৮ শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিট হুলুমালে সেন্ট্রাল পার্কে এক মনোরম পরিবেশে বাংলাদেশ সাংস্কৃতিক সন্ধ্যা ২০১৮ অনুষ্ঠিত হবে।
মালদ্বীপস্থ সোনার বাংলা শিল্পী গোষ্ঠী’র উদ্যোগে সংগীতানুষ্ঠানটি রাত ৭:৩০ মিনিটে শুরু হয়ে চলবে গভীর রাত পযর্ন্ত। অনুষ্ঠানটি সফল ও নির্বিঘ্ন করতে শুক্রবার সংগীতানুষ্ঠান টিতে বাংলাদেশ থেকে আগত শিল্পীরা সহ স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করবেন।
এই অনুষ্ঠানটি একটি অ-রাজনৈতিক অনুষ্ঠান। তাই দলমত নির্বিশেষে সবাই অনুষ্ঠানে আনন্দ-উৎসব করবে তেমনটি আয়োজকদের উদ্দেশ্য। সকল প্রবাসীরা একইসাথে থাকবেন, দেখবেন, সহযোগিতা করবেন, উপভোগ করবেন তেমনটাই আয়োজকদের একমাত্র চাওয়া।