শেখ এহছানুল হক খোকন, ঢাকা থেকে: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণকে ঘিরে সারা দেশের থানায় থানায় আলোচনা ও আনন্দ উদযাপন করছে। তেমনি ভাষানটেক থানা কর্তৃক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাষানটেক থানার অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এএসপি ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন মো: শফিকুল ইসলাম পুলিশ ইনস্পেক্টর ইনচার্জ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সালাউদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহিদা আক্তার শিলা, আজমত দেওয়ান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জাতির শ্রেষ্ঠ সন্তানরা সহ অসংখ্য দর্শক শ্রোতা।
বক্তারা, ৭ই মার্চ এর ভাষণ জাতিসংঘের স্বীকৃতি লাভ করেছে শ্রেষ্ঠ দালিলিক ভাষণ হিসেবে যার ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী ও পুলিশ আইজিপির নির্দেশে প্রতিটি থানায় আনন্দ উদযাপন হচ্ছে যা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে আরো উৎসাহিত করবে বলে বিশ্বাস করেন পাশাপাশি বাংলাদেশে আজ যে উন্নয়ন হচ্ছে এবং বাংলাদেশ যে উন্নয়শীল দেশ হিসেবে এগিয়ে চলছে তা নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে পুলিশ সদস্য, কর্মকর্তা ও তাদের পরিবার সহ অডিয়েন্স ছিল মুখরিত।
জনপ্রিয় কুদ্দুস বয়াতি ও বিভিন্ন শিল্পীদের গানে গানে ছিল মুখরিত পুরো থানা চত্বর।