তপন দেবনাথ, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র: : আগামী ৬ ও ৭ জুলাই লস এঞ্জেলেসে ১৭তম ঐতিহ্যবাহী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশি অধ্যুষিত ভার্জিল মিডল স্কুলে এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় এবারের আমন্ত্রিত শিল্পীরা হলেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। অন্যান্য শিল্পীদের মধ্যে আছেন গাজী আব্দুর হাকিম, বাউল দল মন পাবন, ফ্রিডম এজ, শিমুল খান, শিল্পী রহমান, শায়লা রুমী, মাইলস ও প্রবাসী বাংলাদেশি শিল্পীগণ।
অনুষ্ঠান উপস্থাপনা করবেন লস এঞ্জেলসের জনপ্রিয় জুটি আশ্রাফ আহমেদ মিলন ও সাজিয়া হক মিমি। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে বই, খাবার, কাপড়, গয়নাসহ বিভিন্ন প্রকার স্টল বসবে।
অনুষ্ঠানে কোনো প্রবেশ মূল্য নেই। পর্যাপ্ত পার্কিং এর ব্যবস্থা আছে। মেলার সকল আয়োজন সম্পন্নের পথে। এবারের মেলা অন্যান্য বছরের তুলনায় আরো বেশি আকর্ষণীয় করার সর্বাত্মক চেষ্টা করা হবে হবে আয়োজক সূত্রে জানা গেছে।
মেলার কনভেনর কমরেড রব ও অন্যান্য আয়োজকবৃন্দ লস এঞ্জেলস প্রবাসী সকল বাংলাদেশিকে দুদিন ব্যাপী বৈশাখী মেলায় যোগদান করে আনন্দ উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।