প্রবাস মেলা ডেস্ক: পাঁচ বছর পর নতুন দ্বৈত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজা। গানের শিরোনাম ‘চোখে চোখে’। গানটির কথা লিখেছেন পীযূষ দাস। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। এ গানটির ভিডিও পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। গানটিতে ইমরান, পূজা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। আজ ৭ নভেম্বর সিএমভির ব্যানারে প্রকাশ হবে এই গান।
ইমরান জানান, ‘আমার ও পূজার গান অনেক দিন পর আসছে। বেশ আলাদা কথা-সুরের একটি কাজ। তার সঙ্গে মিল রেখে ভিডিও করা হয়েছে। আমি, পূজা ও দীঘি কাজ করেছি তাতে। সব মিলিয়ে গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
‘চোখে চোখে’ গানটি নিয়ে পূজা জানান, ‘এ গান বিষয়ে বেশ কিছুদিন থেকে পরিকল্পনা করছিলাম। ইমরানের সঙ্গে আমার অনেক গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। নতুন এই গানও শ্রোতারা পছন্দ করবে, আশা করি।’
এর আগে ইমরান-পূজা জুটির গাওয়া ‘দূরে দূরে’, ‘মানে না মন’, ‘কেন বারে বারে’ গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।