মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস রিয়াদ কর্তৃক ৫ অক্টোবর শুক্রবার দূতাবাস চত্বরে বাংলাদেশ উন্নয়ন মেলা ২০১৮ উদযাপিত হবে। বাংলাদেশ দূতাবাস রিয়াদ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে বর্তমান সরকারের অর্জিত সাফল্য এবং সাম্প্রতিক বছরগুরোতে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নসমূত তুলে ধরা হবে।
বিকাল ৩.৩০ এ অতিথিদের আগমণের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুর হবে। এরপর মান্যবার রাষ্ট্রদূত কর্তৃক উন্নয়ন মেলার উদ্বোধন করা হবে। তারপর আলোচনা সভা, রাষ্ট্রদূত কর্তৃক রচানা ও অঙ্কন প্রতিযোগিতা, সরকার এর উন্নয়ন কর্মকান্ডের উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি অনুষ্ঠিত হবে।
উন্নয়ন মেলায় সকল বাংলাদেশিদের উপস্থিত থাকার জন্য দূতাবাস এর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।