প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশের ৪৮তম বিজয় দিবস উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল রুটের টিকেটের উপর ৪৮% মূল্যছাড় ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
শীতকালীন ভ্রমণকে আরো বেশী স্বাচ্ছন্দময় করার লক্ষ্যে মূল্যছাড়ের এই বিশেষ অফার দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এয়ারলাইন্স ইউএস-বাংলা।
ইউএস-বাংলার সকল সেলস্ অফিস ও ট্রাভেল এজেন্ট হতে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত সাশ্রয়ীমূল্যের টিকেট কেনা যাবে। ভ্রমণ করতে পারবে ১ ডিসেম্বর ২০১৮ থেকে ২০ মে ২০১৯ পর্যন্ত।
মূল্যছাড় মূলত ভাড়ার উপর নির্ধারিত হবে। যথারীতি সকল প্রকার ট্যাক্স ও সারচার্জ প্রযোজ্য হবে। বিশেষ অফারটি বাংলাদেশের অভ্যন্তরীণ সকল গন্তব্য ও বাংলাদেশ থেকে ইউএস-বাংলার যে সকল আন্তর্জাতিক গন্তব্য বিশেষ করে কলকাতা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা রুটের জন্য করা হয়েছে।
বিজনেস ও ইকোনমি উভয় শ্রেণীর ভাড়ার উপর অফারটি প্রযোজ্য হবে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।