সিডনি, অস্ট্রেলিয়া থেকে: আগামী ৩ নভেম্বর ২০১৮ শনিবার রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি ইনক (AUS BANGLA CULTURAL SOCIETY INC) প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও আয়োজন করতে যাচ্ছে একটি সাংস্কৃতিক সন্ধ্যা ও কৃতি ছাত্র-ছাত্রীদেরকে এ্যাওয়ার্ড প্রদান।
অনুষ্ঠানটিকে সার্বিকভাবে সফল করে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান সংগঠনটির সভাপতি ওয়াহাব মিয়া ও সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ। তাঁরা জানান
সিডনির নিউ সাউথ ওয়েলস রাজ্যে বসবাসকারী বাংলাদেশি যে কেউ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। শুধুমাত্র কৃতি ছাত্র-ছাত্রীদের এ্যাওয়ার্ড গ্রহণে ইচ্ছুকদের মধ্যে চলতি বছরের HSC, NAPLAN, SELECTIVE SCHOOL & OC অথবা সমমানের পরীক্ষার ফলাফল এবং ক্রীড়া বা সাংস্কৃতিক ক্ষেত্রে স্বীকৃত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্টিফিকেট বিবেচনা করা হবে।
এখনও যেসব অভিভাবক ছাত্র-ছাত্রীদের নাম ও মার্কশীট জমা দেননি তাদেরকে আগামী ১৫ অক্টোবর সোমবারের মধ্যে আগ্রহীদের নাম তালিকাভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়।
আয়োজকগণ আরও জানান, মূলত বাংলাদেশি বংশোদ্ভুত অস্ট্রেলিয়ান শিক্ষার্থীদের পড়াশুনায় উৎসাহ প্রদানের লক্ষ্যে এ আয়োজন। প্রতি বছরই কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে রংধনু আয়োজিত বার্ষিক এই অনুষ্ঠানটি।
উল্লেখ্য, সকলের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের সুবিধার্থে ফরম পূরনের সময় আগামী ১৮ অক্টোবর বৃহঃস্পতিবার পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অংশগ্রহনে ইচ্ছুকগণ rongdhanu.au@gmail.com এ মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।