প্রেস বিজ্ঞপ্তি: ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩৭তম সম্মেলন আগামী সেপ্টেম্বর মাসের ১- ৩ তারিখে কানাডার মন্ট্রিয়ল শহরে শেরাটন লাভাল হোটেলে অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম এই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন বাংলাদেশি সংগঠন।
ফোবানা সম্মেলন প্রতি বছর উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র ও কানাডার) বিভিন্ন শহরে উদযাপিত হয়। এবার দীর্ঘ দিন পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিল ফোবানা সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। সম্মেলনকে স্বার্থক করতে ইতোমধ্যে (শেরাটন লাভাল হোটেল কনভেনশন) হলটি নির্ধারণ করা হয়েছে এবং শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এবারের অনুষ্ঠানে দেশের এবং প্রবাসের গুণী শিল্পীদের সমন্বয়ে জাঁকজমকপূর্ণ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক কমিটি। ইতিমধ্যে হোটেল ও স্টল বুকিং নেয়া শুরু হয়েছে বলেও জানান আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ফোবানার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ভাষাকে উত্তর আমেরিকায় বসবাসরাত বাংলাদেশীদের অংশগ্রহণের মাধ্যমে উজ্জীবিত রাখা এবং নুতন প্রজন্মের কাছে এর প্রচার ও প্রসার করা।