হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২০২০ সালে ৩৪তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাস শহরে। ৩৪তম ফোবানা সম্মেলন আয়োজন করার জন্য নির্বাচিত হয়েছে টেক্সাসের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট)। জর্জিয়ার আটলান্টা শহরের সিএনএন সেন্টারে ৩২তম ফোবানা সম্মেলনের তৃতীয় দিনে সর্বোচ্চ ৩০ ভোট পেয়ে ৩৪তম ফোবান সম্মেলনের আয়োজক সংগঠন হবার গৌরব অর্জন করে বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট)।
প্রধান নির্বাচন কমিশনার আতিকুর রহমান, সহকারি নির্বাচন কমিশনার মাহবুব রেজা ও ড. জিনাত নীবর পরিচালনায় অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল ঘোষনার সাথে বান্ট এর কর্মকর্তা হাসমত মোবিন, রানা ওয়াদুদ, সাইদ চৌধুরী, জেসমিন ওয়াদুদ, সাবের হোসাইন, নাহিদা আলী, কাজী চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উল্লাসে মেতে উঠেন।
ফোবান সম্মেলনের স্বাগতিক সংগঠন হবার গৌরব অর্জন করার পর এক প্রতিক্রিয়ায় বান্ট কর্মকর্তা হাসমত মোবিন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ২০২০ সালে টেক্সাসের ডালাসে অনুষ্ঠিতব্য ৩৪তম ফোবানা সম্মেলনে অংশগ্রহন করার জন্য সবার প্রতি আমন্ত্রন জানান।