শেখ মুহিতুর রহমান বাবলু, লন্ডন, যুক্তরাজ্য: ‘ভ্রাতৃত্ব বন্ধনে একত্রীকরণ’ এই স্লোগানকে সামনে রেখে দেশজ সাস্কৃতি ধারণ, লালন ও প্রবাসে সম্প্রসারণের লক্ষে আগামী ৩১ জুলাই ২০১৮ মঙ্গলবার আয়ারল্যান্ড এর রাজধানী ডাবলিনে পালিত হতে যাচ্ছে আয়ারল্যান্ড বাংলাদেশ উৎসব ২০১৮। স্থানীয় ক্লনডালকিন ক্রিকেট ক্লাব (Clondalkin cricket club) প্রাঙ্গনে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি থাকবেন ফ্রান্সেস ম্যারি পিজার্লড. টিডি (Frances Mary Fitzgerald.TD, Former minister for business enterprise ans innovation) । বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডার্ক ডক্রেল (Derek Dockrell, President ,Leister Cricket), পলিপ স্মিথ (Pholip Smith, General manager Leister Cricket ), কনর টার্নান (Conor Tiernan, Public Realm, South Dabling Country Council ), পল সুয়ান (Paula Swayne, South Dublin sports and recreation sports officer)। উৎসব প্রাঙ্গন সকাল ১০.০০ টা থেকে বিকাল ১৮.০০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
৩১ জুলাই আয়ারল্যান্ডে বাংলাদেশি উৎসব ২০১৮
উৎসবে থাকবে ক্রিকেট টুর্নামেন্ট, ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, মহিলা, পুরুষ, ছোট ছোট বাচ্চাদের জন্য মজার মজার খেলা, রকমারী স্টল, ছোটদের জন্য যেমন খুশি তেমন সাজ সহ নানা আয়োজন।
আয়োজকরা জানান, এই উৎসব সফলভাবে আয়োজনের মাধ্যমে গোটা ইউরোপব্যাপী আমাদের বাংলাদেশি সংস্কৃতি, আমাদের হাজার বছরের ঐতিহ্য এবং প্রবাসে বাংলাদেশিদের নানামুখী কর্মকান্ড আরো বিকশিত হবে। সেইসাথে আয়ারল্যান্ড সহ ইউরোপের জনগণ ও নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয়া এবং এর প্রতি আকৃষ্ট করাই আমাদের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য ।
বাংলাদেশের আবাসন শিল্পের অন্যতম প্রতিষ্ঠান শাপলা সিটি লিঃ আয়ারল্যান্ড বাংলাদেশ উৎসব ২০১৮ এর অন্যতম প্রধান স্পনসর। আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের জন্য স্পেশাল প্যাকেজে বিভিন্ন আকর্ষণীয় অফার ও লোভনীয় পুরস্কার দিতে উৎসব প্রাঙ্গনে কোম্পানিটির স্লট থাকবে ।