মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী এলিজাবেথ বর্নিকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। খবর ফ্রান্স২৪-এর। ১৬ মে ২০২২, সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এর মধ্যদিয়ে ৩০ বছর পর দেশটিতে একজন নারী দ্বিতীয়বার সরকারপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন।
১৬ মে ২০২২, সোমবার এক বিবৃতিতে সরকারপ্রধান হিসেবে এলিজাবেথ বর্নির নিয়োগের বিষয়টি জানায় দেশটির প্রেসিডেন্টের দপ্তর এলিসি।
৬১ বছর বয়সী এই নারী রাজনীতিক বর্তমান প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের স্থলাভিষিক্ত হবেন। ক্যাসটেক্সে গত এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোঁর জয়লাভের পর পদত্যাগ করেন।
বিশ্লেষকদের অনেকের মতে, আগামী ১২ থেকে ১৯ জুনে ফরাসি পার্লামেন্টে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। এর আগে বামপন্থি জোট ও কট্টর ডানপন্থিরা ম্যক্রোঁর সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি এলিজাবেথ বর্নিকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন।
ফ্রান্সে নারী সরকারপ্রধান হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছিলেন এডিথ ক্রেসন। তিনি ১৯৯১ সালের মে মাস থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
ক্রেসন বলেন, এটা সত্যিই ভালো ব্যাপার যে প্রধানমন্ত্রী পদে ফের একজন নারী এসেছেন। আমি জানি, এলিজাবেথ বর্নি অভিজ্ঞ ও অসাধারণ মানুষ। আমি মনে করি, তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা ঠিক হয়েছে।